এশিয়ার দ্বিতীয় ইউরোপীয় মেডিকেল কলেজ

এশিয়ার দ্বিতীয় ইউরোপীয় মেডিকেল কলেজ এশিয়ার দ্বিতীয় ইউরোপীয় মেডিকেল কলেজ ১৮৩৫ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়।এই কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় যুবকদের ধর্ম-বর্ণ-নির্বিশেষে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় শিক্ষিত করা।প্রথম শিক্ষাবর্ষে বিশেষ পরীক্ষার মাধ্যমে ছাত্রদের কলেজে ভর্তি নেওয়া হত যার আধিকাংশ ছাত্রই হেয়ার স্কুলের।এই কলেজের শিক্ষার্থী হিসেবে নাম জড়িয়ে আছে কাদম্বিনী গাঙ্গুলির যিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক।এছাড়াও উপেন্দ্রনাথ ব্রহ্মচারি,ডঃ বিধান চন্দ্র রায়,নারায়ন রায়,ভুপেলচন্দ্র বসু প্রমুখ ব্যক্তিত্বদের। pic courtesy- Google পরবর্তীতে মেডিকেল কলেজের পার্শ্ববর্তী স্থানে হাসপাতাল তৈরির পরিকল্পনা করা হয়, এই হাসপাতাল নির্মাণের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ বলে সমর্থন করেছিলেন তৎকালীন মেডিকেল কলেজের মুখ্যসচিব ডেভিড হেয়ার।এরপর কলেজ পার্শ্ববর্তী জমিতেই হাসপাতাল তৈরির কাজ শুরু করার সিধান্ত নেওয়া হয়। লর্ড ডালহৌসি এই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।হাসপাতাল স্থাপনের পর ১৮৫২ সাল থেকে রুগি ভর্তি হতে শুরু করেছিল।