বিশ্ব ধর্ম সন্মেলনে নরেন্দ্রনাথ

বিশ্ব ধর্ম সভায় নরেন্দ্রনাথ
ভারতবাসীর গর্ব,লক্ষ লক্ষ যুবক যুবতির আইকন তিনি।১৮৬৩ সালে উত্তর কলকাতায় সিমলা পাড়ায় বিখ্যাত দত্ত পরিবারে জন্ম গ্রহন করেন নবজাগরণের অ্ন্যতম প্রানপুরুষ।
গৈরিক বসন পরে আমেরিকার শিকাগো শহরে হাজির বিবেকানন্দ।১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ্মহা ধর্মসম্নেলন এর আয়োজন করা হয়ছিল আজও দিনটা প্রত্যেক ভারতবাসীর স্মরণে।নিমন্ত্রন না পেয়েই টাকা জোগাড় করে আমেরিকার শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা হয়ছিলেন স্বামীজি।সেখানে পৌঁছে প্রথম বক্তৃতার জন্য  মাত্র ৫ মিনিটের সময় পেয়েছিলেন তিনি। শুরু করার আগে গুরুদেব শ্রী রাম কৃষ্ণকে স্মরণ করেন। হাজার হাজার আমেরিকানদের ভাই-বন বলে সম্বোধন করলেন।এতেই অর্ধেক আমেরিকানদের মন জয় করে নিয়েছিলেন বিবেকানন্দ।তিনি বললেন কোন মানুষের ধর্ম পরিবর্তন করার প্রয়োজন নেই,আধ্যাত্মিকতা-পবিত্রতা কেবল নির্দিষ্ট ধর্মসম্প্রদায়ের  একচেটিয়া বস্তু হতে পারে না।প্রত্যেক ধর্ম শেখায় ধ্বংস নয় আত্মস্ত করে নেওয়া,ভেদ দন্দ নয়,সামঞ্জস্য ও শান্তি, যুদ্ধ নয় সাহায্য ।এইভাবেই সকলের সামনে মহা মিলনের বার্তা দিলেন।এই বক্তৃতার পর সারা বিশ্বে খ্যতি ছড়িয় পরে বিশ্বনাথ ও ভুবনেশ্বরী দেবীর  ছেলে নরেন্দ্রনাথ যার ডাক নাম বিলে। 
pic courtesy- Google

স্বামীজি বলতেন, আত্মবিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায়,নিজেক কখনও দুর্বল ভেবনা।আধুনিক ভারতের ভাগিরথের কাছ থেকে  আমরা মানবতার কল্যান মন্ত্র শিখতে পেরেছি। 

Popular posts from this blog

History Recall

বিদ্যাসাগর সেতু

রাষ্ট্রগুরু