বিদ্যাসাগর সেতু
বিদ্যাসাগর সেতু
১৯৪৭ এর স্বাধীনতার পর পর হাওড়া ও কলকাতা শহরের যোগাযোগের একমাত্র সেতু হাওড়া ব্রিজের ওপর ক্রমশ যানবাহনের চাপ বাড়তে থাকে।রাজ্য সরকার হাওড়া ব্রিজের যান কমানোর উদ্দেশ্যে ১৯৬৭সালে দ্বিতীয় হুগলি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর ১৯৭০সালে ভারত সরকার দ্বারা পরিকল্পনাটি অনুমোদিত হয়।
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭২ সালে ২০ মে দ্বিতীয় হুগলি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই সেতুর রূপায়ণ ইংল্যান্ড ও জার্মানির একটি বাণিজ্যিক সংস্থা দ্বারা সম্পন্ন হয়েছিল।
২০বছরের দীর্ঘ সময় পর এই সেতুর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল। ৮৩০ মিটারের সেতুটি নির্মাণ করতে প্রায় ৩৮৮ কোটি ৩৪লক্ষ টাকা খরচ করা হয়েছিল।
দীর্ঘ অপেক্ষার পর ১৯৯২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উপস্থিতিতে প্রধানমন্ত্রী
পি. ভি নরসিমহা রাও দ্বিতীয় হুগলি সেতুর উদ্বোধন করেন।এই সেতুর অপর নাম বিদ্যাসাগর সেতু।