দুই চাকায় দুনিয়া ভ্রমণ

দুই চাকায় দুনিয়া ভ্রমন

দুই পায়ে প্যাডেল করে ১৯৩১সালে প্রথম দুনিয়া ভ্রমন শুরু করেন রামনাথ বিশ্বাস। এরপরই বিশ্ব ভ্রমনের  নেশায় দেশ দেশান্তরে পৌঁছে যান তিনি।তাঁর জন্ম আসামের সিলেট জেলার  বানিয়াচংয়ে। রামনাথের পিতা বিরাজনাথ বিশ্বাস ও মাতা গুনাময়ী দেবী। পিতার অকাল মৃত্যুতে  হারিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির গণ্ডি পাড় করতে পারেননি তিনি। 
পরবর্তীতে রামনাথ জাতীয় ভাণ্ডারে পরিচালক হিসাবে নিজের কর্ম জীবন শুরু করেন,এরপর গোপনে অনুশীলন সমিতিতে যোগ দেন।সেখান থেকে বহিষ্কৃত হয়ে বাঙালি পল্টনে সৈনিক হিসাবে মেসপটেমিয়ায় যুদ্ধে যোগদান করেন।
৭জুলাই,১৯৩১ সালে সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে প্রথম বিশ্ব ভ্রমনের উদ্দেশ্যে রওনা হন তিনি।সাথে ছিল দুইটি র্্যপার,এক জোড়া জুতো আর সাইকেল মেরামতির কিছু প্রয়োজনীয় সরঞ্জাম।সব থেকে আকর্ষণীয় বিষয় রাম নাথ তার সাইকেলের ফ্রেমে লিখে রেখেছিলেন “বিশ্বকে গোল কর, হিন্দু ভ্রমণকারী”। বাঙালি সহ প্রবাসী বাঙালিরাও তার সাফল্য কামনা করেছিলেন। 
 picture courtesy- Google

প্রথমবার ১৯৩১সালে তিনি মায়ালা-সিয়াম-ইন্দচিনা-চিন-জাপান-করিয়া-কানাডা হয়ে আবার ভারতে ফিরে আসেন।
দ্বিতীয়বার ১৯৩৪ সালে আফগানিস্থান-ইরাক-সিরিয়া-লেবানন-তুরস্ক- বুল গেরিয়া-হাঙ্গেরি-অস্ট্রেলিয়া-জার্মানি- নেদারলান্দ-বেলজিয়াম-ফ্রান্স-হয়ে ইংল্যান্ডে পৌঁছান.১৯৩৬ সালে অসুস্থতার কারন আবার দেশে ফিরে আসেন।
তৃতীয়বার ১৯৩৮ সালে আফ্রিকা-মারকিন যুক্ত রাষ্ট্রে পাড়ি জমান।
     ভারত ভাগের পর তিনি পাকিস্থান ছেড়ে কলকাতায় স্থায়ী বসবাস শুরু করেন, রাম একটি সংবাদ পত্রিকায় তার ভ্রমন কাহিনী লিখতেন।
১৯৫৫ সালে সাইকেল আরোহীর জীবনের চাকা থেমে যায়।

Popular posts from this blog

History Recall

বিদ্যাসাগর সেতু

রাষ্ট্রগুরু