রাষ্ট্রগুরু
রাষ্ট্রগুরু
ভারত তখন পরাধীনতার শিকার,এই সময়কালে অন্যতম জননেতা হিসাবে পরিচিত ছিলেন সুরেন্দ্রানাথ বন্দ্যোপাধ্যায়।কলকাতার১০নভেন্মবর ১৮৪৮ সালে এক কুলিন ব্রাহ্মন পরিবারে তার জন্ম হয়।পিতা দুর্গা চরণ বন্দ্যোপাধ্যায়ের কথায় অনুপ্রানিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তর পাশ করে শিক্ষা সুত্রে ইংল্যান্ডে যান তিনি।১৮৭৫ সালের দেশ মাতার কাছে ফের ফিরে আসেন বন্দ্যোপাধ্যায়। এর পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে নেমে পড়েন।ভারতীয় ন্যাশনাল এ্যাসোসিয়েশন নামে একটি রাজনৈতিক বৈঠকে তিনি বলেন “আমাদের ধর্ম আলাদা হতে পারে-সামাজিক কাজ আলাদা হতে পারে কিন্তু দেশের কল্যাণের স্বার্থে আমাদের একত্র হতে হবে।এইভাবে ধীরে ধীরে একজন রাজনৈতিক নেতা হিসাবে সকলের মন জয় করে নেন।১৯০৫সালের বঙ্গ প্রদেশের বিভক্তির প্রতিবাদি আন্দলনের শীর্ষে ছিলেন তিনি।
৪০ বছর দ্য বেঙ্গালি নামে একটি পত্রিকায় সম্পাদনার কাজ করেন তিনি।এই পত্রিকায় তার মন্তব্য কে কেন্দ্র করে গ্রেফতার হন বন্দ্যোপাধ্যায় শোনা যায় পরাধীন ভারতের প্রথম সাংবাদিক যিনি কারাবন্দি হয় ছিলেন।
১৯১৯সালে সুরেন্দ্রনাথ পরবর্তী কালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম সদস্য হয় ওঠেন।জীবনের কর্ম ক্ষেত্রে বহু বার ব্যর্থ হয়ছেন কিন্তু কখনো লক্ষ থেকে সরে আসেনি।সমাজে নিজের আলদা পরিচয় স্থাপন করেছেন,নিজের মাতৃ ভুমিকে রক্ষা করার স্বার্থে একাধিক বার ব্রিটিশ সরকারের রোষের সম্মুখীন হয়েছন এই রাজনৈতিক নেতা।সমগ্র ভারতবাসীর কাছে তিনি রাষ্ট্রগুরু।